পঞ্চগড়ের দেবীগঞ্জে বাঁশ বাগান থেকে মোকলেছার রহমান (৩০) নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকার ওই ব্যবসায়ীর বাড়ির পাশের বাঁশ বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।
মোকলেছার ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকায় মোকলেছারের এক আত্মীয় বাঁশ বাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে তার লাশ দেখতে পান।
মোকলেছারের বাবা বলেন, ‘আমার ছেলের কাছের কেউ তাকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
মোকলেছারের স্ত্রী ফাতেমা বলেন, ‘আমার স্বামীর সাথে রাত ৮টায় কথা হয়েছে। তাকে আমি খরচ আনতে বললে সে আমাকে বলে যে বাড়িতে আসার সময় খরচ নিয়ে আসব। কিন্তু রাত ১০টার পর থেকে ফোন দিচ্ছি, তার ফোন বন্ধ। সারারাত ঘুমাতে পারিনি।’
মোকলেছারের ভাগিনা সাদেকুল বলেন, ‘মামা আমাকে রাত ৮টায় দোকানে রেখে বলেন, তুমি থাকো, আমি আসতেছি। কিন্তু আর পরে আসেনি। আমি ফোন দিলে তার ফোন বন্ধ পাই। পরে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি, কিন্তু বাড়িতে মামা আসেনি।’
দেবীগঞ্জ সার্কেল এসপি সামুয়েল সাংমা বলেন, ‘আমাদের প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’