চবিতে শিক্ষার্থী-গ্রামবাসীদের সংঘর্ষ : গ্রেফতার ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন এজাহারভুক্ত ও পাঁচজন তদন্ত থেকে প্রাপ্ত আসামি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ |সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি, বাকি পাঁচজন তদন্ত থেকে প্রাপ্ত আসামি।

বুধবার (৩ সেপ্টেম্বর) হাটহাজারী মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার এজাহারভুক্ত আসামিরা হলেন এমরান হোসেন (৩৫), হাসাঈন (২২) ও রাসেল (৩০)। আর তদন্ত থেকে প্রাপ্ত আসামিরা হলেন মো: আলমগীর (৩৫), মো: নজরুল ইসলাম (৩০), মো: জাহেদ (৩০), মো: আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)।

তারা সবাই বিশ্ববিদ্যালয়-সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, মঙ্গলবার মামলার পরিপ্রেক্ষিতে আটজনকে আটকের পর তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরো প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার বাদি হন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান আব্দুর রহিম।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে ১৩০টি দেশীয় অস্ত্র চুরি হওয়ার ঘটনায় অন্য একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি