পাবনার সাঁথিয়া উপজেলার রামক্রান্তপুর গ্রামের আব্দুল হামিদকে হত্যার ঘটনায় ধুলা্উড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জরিফের বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা ও এলাকাবাসী।
রোববার (১৩ জুলাই) দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘এই জরিফ চেয়ারম্যান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর আশীর্বাদপুষ্ট হওয়ায় এমন কোনো কাজ নাই যে তিনি করেননি।’
নিহত হামিদের ছেলে ও হত্যা মামলার বাদি আরিফুল বলেন, ‘চেয়ারম্যান জরিফ ইউনিয়ন পরিষদে নিয়ে আমার বাবাকে পিটিয়ে হত্যা করে পরের দিন লাশ নিয়ে জোর করে ডহরজানী কবরস্থানে দাফন করে। তার দাপটে এলাকার মানুষ বসবাস করতে পারেন নাই।’
তিনি বলেন, ‘আমার বাবা হত্যার অভিযোগ নিয়ে থানায় মামলা করতে গেলে থানাপুলিশ মামলা নেন নাই। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর গত নভেম্বর মাসে আদালতে মামলা দায়ের করি, যার নম্বর-১৪৪/২০২৪ইং। মামলাটি এখন পর্যন্ত পিবিআইতে তদন্তাধীন রয়েছে যার আজও কোনো কূল-কিনারা হলো না।’
আর এক হত্যা মামলার বাদি শিউলি আকতার বলেন, ‘আমার মেয়ে সোনিয়াকে তার স্বামীর বাড়ির লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল। তারা জরিফ চেয়ারম্যানের লোক হওয়ায় চেয়ারম্যান জোর করে অপমৃত্যু মামলা দায়ের করায় সোনিয়ার বাবা সিদ্দিককে দিয়ে।’
তিনি বলেন, ‘আজ কথা বলার সুযোগ এসেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মনিরুল, টিপু, সাইদুল, আমিরুল, এসমেতারা, শিলা প্রমুখ।
হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান তারা।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, ‘হত্যার ঘটনার সময় আমি এখানে ছিলাম না। তাদেরকে ডেকেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’