কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। এ সময় দাঁড়িপাল্লার বিজয় চিহ্ন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোড, পূর্ব বাজার, নোয়াখালী রেলগেইট, চাউল বাজার, মেইন রোড ও উত্তর বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ শেষে বাইপাস এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও জামায়াত প্রার্থী সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, ‘মানুষের মাঝে ইসলামের পক্ষে যে সাড়া জেগেছে তাতে দাঁড়িপাল্লার বিজয় চিহ্ন দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামের বিজয় সুনিশ্চিত। আমাদের নেতৃবৃন্দের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। মহান আল্লাহর ইচ্ছায় আমরা জয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ।’
এ সময় তিনি সকল পর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর সুচিন্তিত কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সাবেক আমির মুহাম্মদ আবুল হাশেম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ, সহ-সেক্রেটারি নুরে আলম, পৌরসভা যুব বিভাগের সভাপতি মো: সাইফুল ইসলাম খোকন ও সেক্রেটারি মুহাম্মদ ফয়সাল হোসেন মুন্সিসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



