নাটোরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

মৃত খরপি বেওয়া ওই গ্রামের মরহুম নাদের আলীর স্ত্রী বলে জানা গেছে।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Natore
সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত সাপের কামড়ে খরপি বেওয়া (৬৪) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খরপি বেওয়া ওই গ্রামের মরহুম নাদের আলীর স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, খরপি বেওয়া রাতের খাবার খাওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে পান খাওয়ার জন্য ঘরের কোনায় রাখা পানের বাটির কাছে বসে। তখন আগে থেকেই সেখানে থাকা বিষাক্ত সাপটি তাকে কামড় দেয়। পরিবারের লোকজন কিছুক্ষণ পরে অবস্থা খারাপ দেখে বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘গত রাতে বিষাক্ত সাপে কামড় দেয়া মৃত একজন বৃদ্ধা মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরে বিষাক্ত সাপের কামড়ের চিহ্ন ছিল। হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।’