দেবীগঞ্জে গনশুনানিতে এলাকাবাসীর অভিযোগ শুনলেন জেলা প্রশাসক

গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)

Location :

Debiganj
দেবীগঞ্জে গণশুনানিতে নাগরিকদের নানা অভিযোগ শোনেন জেলা প্রশাসক
দেবীগঞ্জে গণশুনানিতে নাগরিকদের নানা অভিযোগ শোনেন জেলা প্রশাসক |নয়া দিগন্ত

আপনি কেমন জেলা প্রশাসক চান, জেলা প্রশাসকের কাছে আপনার প্রত্যাশা কি, জেলা প্রশাসকের কাছে আপনার কি কি অভিযোগ রয়েছে তা নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত এ গনশুনানি অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে তারা দেবীগঞ্জে বাস টার্মিনালের অভাব, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে থাকা খাসজমি দখল, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক প্রবেশ, ভারতীয় গরু পাচার করে নিয়ে আসা, উপজেলা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক সঙ্কট, নোংরা পরিবেশ, বিভিন্ন পাকা রাস্তার উপরে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা, সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারি বেড়ে যাওয়া, রাস্তাঘাটের সমস্যাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন।

জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান তাদের প্রত্যেকের অভিযোগ শুনে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে তার সমাধানেরও আশ্বাস দিলেন। সমাধানের ব্যাপারে তিনি সহযোগিতাও করবেন বলে জানান।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমীন আহসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস প্রমুখ।