ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টাযর দিকে ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে সমাবেশ করে।
এ সময় সেখানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক আহমেদুল আলবির জাহিদ হোসেন জয়, শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, রহমত আলী সহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। অবিলম্বে হামলাকারী এবং গুলিকারীদের গ্রেফতার করা না হলে রাজপথে নেমে আসবে বাংলার আপামর ছাত্র-জনতা। পরে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়।



