মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জীবন রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।



