ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে বুধবার সকালে এলাকার ৬০০ কৃষকের মাঝে সরকারের দেয়া বিনামূল্যের পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সরকারের দেয়া বিনামূল্যের পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।
পরে এলাকার ৬০০ কৃষকের মাঝে পাটবীজ ও বিভিন্ন ধরনের সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।