‘নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা আসতে পারে শিগগিরই’

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে ইসলামী পন্থীদের বিজয়ের আসনে সমাসীন করতে হবে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
বক্তব্য রাখেন এ টি এম মাছুম
বক্তব্য রাখেন এ টি এম মাছুম |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, ‘আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে ইসলামী পন্থীদের বিজয়ের আসনে সমাসীন করতে হবে। শিগগিরই সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ঘোষণা আসতে পারে।’

শনিবার (১৬ আগস্ট) সকালে কুমিল্লা আইটি কনভেনশন হলে কুমিল্লা মহানগর ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ টি এম মাছুম বলেন, ‘ইসলামপন্থীদের নির্বাচনে বিজয়ী করতে অতীতের চেয়ে আলেম-ওলামাদের বেশি ভূমিকা রাখতে হবে। দীর্ঘ সময় ধরে এ দেশের তরুণ সমাজ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে তরুণ ভোটারদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।’

কুমিল্লা মহানগর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ড. আবুল কালাম আজাদ বাসার, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

এ সময় বক্তব্য রাখেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: শফিকুল আলম হেলাল। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ন ম মাইন উদ্দিন সিরাজী, মোল্লা নাজিম উদ্দীন, জহিরুল ইসলাম আল-জাবেরী। সম্মেলনে কুমিল্লা মহানগরের বিভিন্ন শাখার ওলামা মাশায়েখরা উপস্থিত ছিলেন।