খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩

‘আটক ব্যক্তিরা সরাসরি পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করত না। এখানে মূলত অস্ত্রের যন্ত্রাংশ ছাঁচের মাধ্যমে তৈরি করা হতো। পরে সেগুলো অন্য একটি সেক্টরে পাঠিয়ে ফিনিশিং দেয়া হতো। অর্থাৎ এটি একটি চক্রের অংশ হিসেবে কাজ করছিল।’

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান
খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান |নয়া দিগন্ত গ্রাফিক্স

খুলনায় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন পুলিশ। যেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জোড়াগেট এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পাশের একটি লেদ মেশিনের কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে যে সরঞ্জামগুলো উদ্ধার হয় তা দিয়ে অন্তত ৩০টি অস্ত্র তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ছিল যে, নগরীর একটি এলাকায় গোপনে অস্ত্র তৈরির একটি কারখানা পরিচালিত হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে।’

তিনি আরো বলেন, ‘আটক ব্যক্তিরা সরাসরি পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করত না। এখানে মূলত অস্ত্রের যন্ত্রাংশ ছাঁচের মাধ্যমে তৈরি করা হতো। পরে সেগুলো অন্য একটি সেক্টরে পাঠিয়ে ফিনিশিং দেয়া হতো। অর্থাৎ এটি একটি চক্রের অংশ হিসেবে কাজ করছিল।’

উপ-পুলিশ কমিশনার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কারখানাটি অন্তত ছয় মাস ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। এর আগেও এখান থেকে অস্ত্র সরবরাহের তথ্য পেয়ে পুলিশ নজরদারি শুরু করে।’

নির্বাচনের প্রাক্কালে এমন একটি কারখানা ধরা পড়াকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে যে, এই অস্ত্রগুলো নির্বাচনী সহিংসতায় ব্যবহার হতে পারত। খুলনায় সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। সেসব অপরাধী চক্র কিংবা সুন্দরবনকেন্দ্রিক সন্ত্রাসীরা এসব অস্ত্র ব্যবহার করতে পারে।’