নগরকান্দায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরারের আয়োজনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জবির উদ্দিন।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Nagarkanda
নগরকান্দায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
নগরকান্দায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস |ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দায় অবৈধ চায়না দুয়ারী জাল বিরোধী সারাদিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৪০০টি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে জব্দ করা জাল ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরারের আয়োজনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জবির উদ্দিন।

ইউএনও জবির উদ্দিন বলেন, চায়না দুয়ারী জাল মাছের প্রজনন ও জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের জেল-জরিমানা করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অবৈধ জাল নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। জেলেদের সচেতন করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষা পায়।