কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি মাহমুদুল ইসলাম।

কটিয়াদি (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভাধীন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শনিবার (৫ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি মাহমুদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছিলেন নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা ও সিনিয়র শিক্ষক মো: ফখর উদ্দিন ভূঞা (ইমরান), সিনিয়র শিক্ষক মো: হাবিবুর রহমান, শরীরচর্চা শিক্ষক মো: জালাল উদ্দিন, কৃষি শিক্ষক মাহবুবুর রহমান দিদার, মোস্তফা কামাল, মনোয়ারা বেগম, আফসানা জামিল, জসিম উদ্দিন, জীববিজ্ঞান শিক্ষক ওমর ফারুক, রওশনারা বেগম, শাহরিন সুলতানা, নুরুল হক দানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়া।

প্রধান অতিথি শিল্পপতি মাহমুদুল ইসলাম বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো ভালো ফলাফল প্রত্যাশা করি। শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পাওয়ার আশা রাখছি। এজন্য পরীক্ষার্থীদের পড়ালেখায় বেশি মনোযোগী এবং অভিভাবককের সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।’

আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুল হক।

এ বছর এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ৯৫ জন। তার মধ্যে মানবিকের ৫৮, বিজ্ঞানের ২৭ ও বাণিজ্য বিভাগ থেকে ১০ জন অংশ নিচ্ছে।