সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারী) বিকেলে উপজেলার উস্থি ইউনিয়ন মহিলা দলের আয়োজনে শেউলী গ্রামে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সহধর্মিনী ও বিশিষ্ট শিক্ষানুরাগী শামীমা সুলতানা।
তিনি খালেদা জিয়ার জন্য সকল মহিলার কাছে দোয়া কামনা করেন এবং আগামী দিনে দেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়তে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সকলকে কাছে আহ্বান জানান।
এছাড়া ওই দোয়া মাহফিলের মহিলা দলের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।



