কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকা।
বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়। আধাঘণ্টা পর মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। টহল দল চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।
পরে ব্যাগগুলো তল্লাশি করে মোট তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। চোরাকারবারিদের ধরতে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘অপরাধীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’



