শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীর বিচারের দাবিতে মাদারীপুরের খাগদী বাসস্ট্যান্ডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ওপরে সদর উপজেলার খাগদি বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়।
জানা যায়, ওসমান হাদিকে গুলি হত্যার পর দীর্ঘদিন পার হয়ে গেলেও দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সরকার ও প্রশাসন। এরই ক্ষোভে ফুসে উঠেছে সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে রাজপথে নেমেছেন তারা। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের জনগণের আয়োজনে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের খাগদি বাসস্ট্যান্ডে টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে চলে এ বিক্ষোভ ও অবরোধ।
এতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি নেতাকর্মী, মাদরাসা ছাত্র ও স্থানীয় জনগণ। পরে ব্যানার নিয়ে মহাসড়কের মাঝে বসে পড়ে ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ক্ষমতা না জনতা, ‘হাদি কি চায়, আজাদি’, ‘হাদি হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান দেন তারা।
এদিকে অবরোধে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূরদুরান্তের সাধারণ যাত্রী ও চালকরা। একপর্যায়ে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে স্বইচ্ছায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় মাদারীপুরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যকরী সদস্য ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখ্য সংগঠক হাফেজ আ: রহিম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রোমান শেখ, যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক সহ-মূখ্য সংগঠক জহিরুল ইসলাম সানি, যুগ্ম সদস্য সচিব তানভীর ও সদস্য আরাফাত উল্লাহসহ সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।



