পটিয়ায় বাসচাপায় নারী নিহত

পটিয়া থেকে চট্টগ্রামগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Patiya
পটিয়ায় মিনিবাসের চাপায় এক নারী নিহত হয়েছেন।
পটিয়ায় মিনিবাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। |প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের চাপায় জাহেদা বেগম (৪৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহেদা বেগম উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল ইমরানের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পটিয়া থেকে চট্টগ্রামগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পথচারী জাহেদা বেগমের মৃত্যু হয়।

পটিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো: জসীম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রক্রিয়া নেয়া হয়েছে।