দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা ও অপর প্রার্থীর উত্তোলন

সৈয়দ জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ রোববার তার মনোনয়নপত্র দিনাজপুর জেলা নির্বাচন অফিস থেকে উত্তোলন করেছেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
মনোনয়নপত্র গ্রহণ করছেন সৈয়দ জাহাঙ্গীর আলম
মনোনয়নপত্র গ্রহণ করছেন সৈয়দ জাহাঙ্গীর আলম |নয়া দিগন্ত

দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা এবং দলের অপর এক নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ রোববার তার মনোনয়নপত্র দিনাজপুর জেলা নির্বাচন অফিস থেকে উত্তোলন করেছেন।

একদিকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা অপরদিকে দলের একজন ত্যাগী নেতার মনোনয়নপত্র উত্তোলন নিয়ে দিনাজপুরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ‘বিএনপির হাই কমান্ড থেকে নির্দেশিত হয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেছেন।’