মায়ের সাথে খালার বাড়ি যাওয়ার পথে কুমিল্লার দেবিদ্বারে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিল ছয় বছরের শিশু হাফেজ। ঠিক সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ দেবিদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) এলাকার ওমান-প্রবাসী মো: আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মা কুলসুম বেগমের সাথে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার উদ্দেশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল হাফেজ। মায়ের পাশে দাঁড়িয়ে চুপচাপ চিপস খাচ্ছিল শিশুটি। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা মাটি-বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাফেজকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটির চাচা, অটোরিকশাচালক মো: নবী হোসেন মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: আনিসুর রহমান বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক এবং শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



