জগন্নাথ বিশ্বিবদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল। সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা জুবায়েদ হত্যায় জড়িতদের বিচারের দাবি জানায়। একই সঙ্গে ইবি শিক্ষার্থী সাজিদ হত্যাকারীদেরও গ্রেফতার ও শাস্তির দাবি জানায় সংগঠনটি।
মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদকে কে বা কারা হত্যা করেছে আমরা জানি না। যদিও প্রশাসন জুবায়েদের ছাত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা সিসি ক্যামেরা ফুটেজে একজন লাল শার্ট পড়া ও একজন ব্ল্যাক শার্ট পড়া ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেছি। অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করতে হবে।
এ সময় সাজিদ হত্যার বিষয়ে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যার তিন মাস হলেও বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার পুলিশ প্রশাসন কিছুই করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। যদিও সিআইডি তদন্ত কাজ অব্যাহত রেখেছে। সাজিদের খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা এই সরকারকে আর বেশি সময় দিবো না। এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যার দিকে পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের লাশ উদ্ধার করা হয়। নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।



