নড়াইলে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নড়াইল সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবিরের সাথে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইলে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
নড়াইলে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় |নয়া দিগন্ত

নড়াইল সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবিরের সাথে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউএনও’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেরুন্নেসার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা এস এ বাকি, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওয়াকিউজ্জামান, শাহাবাদ মাজিদীয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ড. খিজির আহমেদ, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন, ওলামা দলের জেলা আহ্বায়ক মাওলানা তৈয়েবুর রহমান, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলু, সহ-সভাপতি আজিজুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ অন্ন, পূজা উদযাপন ফ্রন্টের জেলা সভাপতি অশোক কুন্ডুসহ অনেকে।

সভায় অংশগ্রহণকারীরা সদরের সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।