ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী এবং এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট এস এম মোরশেদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ-আল- মামুন ও উপজেলা নির্বাচন অফিসার ফখরুল আজমের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মো: মোতাহার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দফতর সম্পাদক শামছুল হক, প্রচার সম্পাদক মনির খান, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার, অবসরপ্রাপ্ত বিডিআর হাবিবুর রহমান,
দত্তেরবাজার ইউনিয়ন সভাপতি আলী হোসেন, রাকিব, এনামুল, প্রদিপ, খায়রুল, টিপুসহ বিপুল সংখ্যক এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।



