মুন্সিগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম বলেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বদলে দিতে হলে সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজির জায়গা বাংলাদেশে থাকতে পারে না। ন্যায়বিচার, জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের দলের লক্ষ্য।’
রোববার (৭ নভেম্বর) টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুল করীম বলেন, ‘জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আগামী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। এজন্য দেশকে এগিয়ে নিতে সক্ষম নেতৃত্বকে ক্ষমতায় আনার আহ্বান জানাই। শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রইলো।’
সমাবেশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সিগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, টংগিবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা কাজি ইকবাল হোসাইন, প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ, ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



