কক্সবাজারের রামুতে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ওই যুবকের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পান্জেগানা বাজারের পূর্বপাশে ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আবু তাহের রাজাপালং ইউনিয়নের গিলাতলী এলাকার মরহুম সুলতান আহমদের ছেলে।
রামু থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পান্জেগানা-সোনাইছড়ি সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদককারবারি বাইক নিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার বাইকে থাকা বস্তা তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রামু থানায় মাদক মামলা রুজু করা হবে।