ট্রাক্টরের পেছনে বসে বক শিকার করতে গিয়ে যেভাবে মারা গেলেন শিকারী

বক শিকারী লিমন মিয়া চলন্ত ট্রাক্টরের লাঙ্গলের ঢাকনার উপরে বসে বক শিকার করেন। একপর্যায়ে ট্রাক্টরের ঝাকুনিতে নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে তিনি লাঙ্গলের সামনের অংশে পড়ে যান। এতে ওই বক শিকারীর কোমর থেকে মাথা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে যায়।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Kishoreganj
ট্রাক্টরের লাঙলের ফলায় বিদ্ধ হয়ে বক শিকারীর মৃত্যু
ট্রাক্টরের লাঙলের ফলায় বিদ্ধ হয়ে বক শিকারীর মৃত্যু |প্রতীকী ছবি

জমি চাষ করার সময় ট্রাক্টরের ফলায় বিদ্ধ হয়ে লিমন মিয়া (২৪) নামে এক বক শিকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের মুক্তা হিমাগারের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন মিয়া ওই গ্রামের হানিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খোলাহাটি গ্রামের কৃষক শহিদুল ইসলাম ভুট্টা লাগানোর জন্য মাহিন্দ্রা ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করছিলেন। এ সময় কিছু সাদা বক জমির কিট-পতঙ্গ খাওয়ার জন্য জমিতে পড়লে বক শিকারী লিমন মিয়া চলন্ত ট্রাক্টরের লাঙ্গলের ঢাকনার উপরে বসে বক শিকার করেন। একপর্যায়ে ট্রাক্টরের ঝাকুনিতে নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে তিনি লাঙ্গলের সামনের অংশে পড়ে যান। এতে ওই বক শিকারীর কোমর থেকে মাথা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে যায়।

তার এ অবস্থা দেখে ট্রাক্টরচালক শহিদুল ইসলাম গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যান। পরে তার পরিবারের লোকজন খবর শুনে ওই বক শিকারীর শরীরবিহীন শুধু দুই পা উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।