সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

সরাইলে ৬ ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চানমনি পাড়া ও সৈয়দটুলা গ্রামের মধ্যে দীর্ঘ ৬ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
সরাইলে ৬ ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত অর্ধশতাধিক
সরাইলে ৬ ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত অর্ধশতাধিক |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চানমনি পাড়া ও সৈয়দটুলা গ্রামের মধ্যে দীর্ঘ ৬ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ ডিসেম্বর) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চানমনি পাড়া ও সৈয়দটুলা গ্রামের যুবকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১১টা থেকে শুরু হয়ে দফায় দফায় সংঘর্ষ বিকেল ৫টা পর্যন্ত চলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিকেলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে অনেককে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের ভুঁইয়া এ ব্যাপারে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’