লংগদুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত, আটক হয়নি ঘাতক

রাঙামাটির লংগদুতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ট্রাকের চাপায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বাইসাইকেল আরোহী মাসুম আল হাছান (১৫) নিহত হয়েছে।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
লংগদুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত শিক্ষার্থী মাসুম আল হাছান
লংগদুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত শিক্ষার্থী মাসুম আল হাছান |নয়া দিগন্ত

রাঙামাটির লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বাইসাইকেল আরোহী মাসুম আল হাছান (১৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৫টার দিকে লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম ওই এলাকার আব্দুল হান্নান এর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম বাইসাইকেল চালিয়ে রাস্তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে অতিক্রম করে সামান্য সামনেই এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মাসুম ডান দিকে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মাসুমের বাবা ও চাচা আবুল হাশেম জানান, খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে আসি। এসে দেখি তৎক্ষণাৎ আমাদের ছেলের মৃত্যু হয়েছে। তারা জানান, এ ঘটনায় লংগদু থানায় অভিযোগ করা হবে।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: বিধান বলেন, ‘ভিকটিমকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরের বিভিন্ন স্থানে বড় ধরনের জখম এবং ডান পাশের চোয়াল ভেঙে যাওয়ার বিষয়টি দেখা যায়।’

লংগদু থানার পুলিশ সূত্রে জানা যায়, বাইসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঘটনার পরপরই ড্রাইভার মামুন পালিয়ে যায়। চট্ট মেট্রো: ট–১২–০৪৩৪ নম্বরযুক্ত ট্রাকটি জব্দ করে লংগদু থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। অভিযুক্ত চালককে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।