পঞ্চগড়ে প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে পড়েছে জন-জীবন। কুয়াশাযুক্ত হিমেল বাতাসের কারণে মৃদু তাপমাত্র বিরাজ করছে।
রোববার (৭ ডিসেম্বর) তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করে। যা ছিল ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসের আদ্রতা শতভাগ। বাতাসের গতিবেগ ঘণ্টায় তিন থেকে চার কিলোমিটার।
কয়েকদিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমতে শুরু করেছে। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশার চাদরে ঢেকে থাকার কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে কমে আসায় দিনের বেলাতেও শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর পরই গ্রামের হাট বাজার গুলো ফাঁকা হয়ে পড়ছে, মানুষ হয়ে পড়ছে ঘরমুখি।
এদিকে শীত জনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা হাসপাতাল গুলোতে ভর্তি হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, কয়েক দিন ধরে ১০ থেকে ১২ ডিগ্রী তাপমাত্রা ওঠানামা করছে। আজ রোববার সকাল ৯টার সময় ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে। সামনে আরো শীত বৃদ্ধির সম্ভবনা রয়েছে।



