গফরগাঁওয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
গফরগাঁওয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ-আল- মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মো: নাসির উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কান্দিপাড়া আলীমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোমতাজ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, ছিপান দাখিল মাদরাসার সুপার মো: মইজ উদ্দিন, খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীনা দেবনাথ প্রমুখ।

সভায় সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম।