সাংবাদিকদেরকে বিএফইউজে সভাপতি

যেখানে অনিয়ম দেখবেন, তুলে ধরবেন

‘সাংবাদিকদের চোখ সবদিকে। তাই প্রতিটি বিষয় তাদের নজরদারি থাকতে হবে এর জন্যই সাংবাদিকতা। এটা যদি না করেন তাহলে সাংবাদিকতা করে লাভ নেই। অতন্ত্র প্রহরী হয়ে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।’

Location :

Jhalokati
ঝালকাঠির সার্কিট হাউসে বিএফইউজে সভাপতি
ঝালকাঠির সার্কিট হাউসে বিএফইউজে সভাপতি |নয়া দিগন্ত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, ‘সাংবাদিকদের চোখ সবদিকে। তাই প্রতিটি বিষয় তাদের নজরদারি থাকতে হবে এর জন্যই সাংবাদিকতা। এটা যদি না করেন তাহলে সাংবাদিকতা করে লাভ নেই। অতন্ত্র প্রহরী হয়ে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। যেখানে অনিয়ম পাবেন তা তুলে ধরবেন। অনিয়ম তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে ঝালকাঠির সার্কিট হাউস মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ঝালকাঠি-পিরোজপুর জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএফইউজে সভাপতি আরো বলেন, এতদিন পর একটা নির্বাচন পেয়েছি। আগামী দেশ কিভাবে পরিচালনা করা হবে সেটি হ্যাঁ ভোট আর না ভোটের উপর নির্ভর করবে। হ্যাঁ ভোট দিলে বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। না ভোট দিলে পূর্বের অবস্থানই বহাল থাকবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ ব্যাহত হবে।

তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের টাকায় বেতন পান। তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কোনো সাংবাদিক কথা বলেননি, শুধু তেল দেয় এটাকে সাংবাদিকতা বলে না।

এসময় প্রধান অতিথি ছিলেন- ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাইমুল আজিজ সাদেক ও পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার। এসময় দুই জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।