রংপুরে গণপিটুনিতে অজ্ঞান পার্টির এক সদস্য নিহত, আহত ১

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Taraganj
তারাগঞ্জ থানা এলাকায় এ ঘটনা ঘটেছে
তারাগঞ্জ থানা এলাকায় এ ঘটনা ঘটেছে |নয়া দিগন্ত

রংপুরে ভ্যান ছিনতাইয়ের জন্য ওষুধ খাইয়ে অজ্ঞান করতে গিয়ে জনতার পিটুনিতে মারা গেছেন একজন। আহত আরো একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রুপলাল (৪৫)। তিনি উপজেলার ঘনিরামপুর ডাঙা পাড়া গ্রামের খগেন চন্দ্রের ছেলে। অপর আহত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার প্রদীপ কুমার (৪৮)।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, ‘একজন ভ্যানচালককে টার্গেট করে ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে নিহত ও আহত ওই ব্যক্তিদ্বয় ভ্যানচালককে কৌশলে অজ্ঞান করার ওষুধ খাওয়ায়। বিষয়টি ভ্যানে থাকা আরেক যাত্রীর কাছে স্পষ্ট হলে বটতলী এলাকায় ভ্যানটি থামান ওই যাত্রী। এ সময় তিনি বাজারে থাকা লোকজনকে বিষয়টি অবহিত করেন। পরে স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে আটকে দেয় এবং গুরুতর অসুস্থ ভ্যানচালককে হাসপাতালে নিয়ে যায়।’

‘এরই মধ্যে উত্তেজিত জনতা ওই দুই ব্যক্তিকে ব্যাপক মারধর শুরু করে। দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা পুলিশসহ সেখানে যাই। ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর অসুস্থ রুপলাল চন্দ্রকে মৃত ঘোষণা করেন। অপর আহত প্রদীপ কুমারকে প্রথমে তারাগঞ্জ হাসপাতাল এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।’

নিহতের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা জানান, ‘বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’