কমলগঞ্জে পিকআপভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

রোববার বিকেলে কমলগঞ্জ–মুন্সিবাজার সড়কের ঠাকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনা
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী একটি পিকআপভ্যানের চাপায় দুর্জয় শব্দকর (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ–মুন্সিবাজার সড়কের ঠাকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুর্জয় শব্দকর কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুরান্দপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্জয় ঠাকুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যানটি জব্দ করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।