কালীগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পৌর আইন অমান্য করার অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ মামলায় ব্যবসায়ীদের ৭৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ বাজার ও পৌরসভার মুনসুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা যায়, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার’র স্বত্বাধিকারী সঞ্জয় ঘোষকে ৫০ হাজার টাকা, জনউপদ্রব সৃষ্টির দায়ে স্থানীয় সরকার পৌর আইনে বাবুল মিয়াকে এক হাজার টাকা এবং অপর দুটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকাসহ মোট ৭৭ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ ও আনসার সদস্যরাসহ বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও মো: আলামিন ভূইয়া সহযোগিতা করেন।