পানছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি

উপজেলার ফাতেমা নগর এলাকা হতে থেকে নায়েব সুবেদার তুষার আহমেদের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৬০ ঘনফুট কাঠ জব্দ করেন।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Panchhari
৬০ ঘনফুট কাঠ জব্দ
৬০ ঘনফুট কাঠ জব্দ |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফাতেমা নগর এলাকা হতে থেকে নায়েব সুবেদার তুষার আহমেদের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৬০ ঘনফুট কাঠ জব্দ করেন।

বিজিবি সূত্র জানায় , জব্দকৃত কাঠ বন বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলমান। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।