লালমোহনে ডাকাতি করতে গিয়ে নারীকে কুপিয়ে হত্যা!

টাকা-স্বর্ণালংকার লুট

আকিমজান ঘটনা আঁচ করতে পারলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
প্রতীকী ছবি

ভোলার লালমোহনে বসতঘর ডাকাতি করতে গিয়ে আকিমজান নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত আরো দুজনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙ্গুটিয়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আকিমজান ওই বাড়ির তোফাজ্জল হোসেনের স্ত্রী।

পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে রফিকুল ইসলামের বসতঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একদল ডাকাত। স্বজনদের ধারণা, ডাকাতরা ঘরে ঢুকে তানিয়া বেগম ও তোফাজ্জল হোসেনকে অজ্ঞান করে ডাকাতি করে। এসময় আকিমজান ঘটনা আঁচ করতে পারলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

সকালে স্বজনরা দেখেন রফিকুল ইসলামের ঘরের দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে। পরে স্বজনরা ঘরে ঢুকে তানিয়া বেগম ও তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকিমজানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’