ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা মো: আমিরুল ইসলাম (২৪) মারা গেছেন।
বুধবার (১৮ জুন) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’ মাসের ওপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ছাত্রদল নেতা আমিরুলের বাড়ি উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে। তার বাবার নাম সুর্যত আলী। আমিরুল ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।
তার মৃত্যুতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো: আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো: রাকিব হোসেন এবং গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর মানেখা বাজার প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয় ছাত্রদল নেতা আমিরুল। অবশেষে সে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’ মাসের ওপর চিকিৎসার শেষে মারা যান।