লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের বড় ভাইয়ের ওপর ছাত্রলীগের হামলা

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা বেশ কিছুদিন ধরে জুলাইয়ের শহীদ ইশমামের পরিবারকে হুমকি দিয়ে আসছিল।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
হামলায় আহত মো: মুহিব
হামলায় আহত মো: মুহিব |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকায় জুলাইযোদ্ধা শহীদ ইশমামের বড় ভাই মো: মুহিবের ওপর হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত মো: মুহিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে লোহাগাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা বেশ কিছুদিন ধরে জুলাইয়ের শহীদ ইশমামের পরিবারকে হুমকি দিয়ে আসছিল।

উপজেলার রশিদের পাড়ার ছাত্রলীগ সন্ত্রাসী জিহাদ ও মিনহাজ সরাসরি হামলায় অংশ নেন বলে জানান স্থানীয়রা।

উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারি যৌথ বিবৃতিতে হামলাকারীদের গ্রেফতার পরবর্তী আইনের আওতায় আনাসহ আহত মো: মুহিবের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।

উপজেলা এনসিপির সভাপতি জহির উদ্দিন বলেন, ‘আমাদের ভাইয়ের ওপর হামলায় আমরা বাকরুদ্ধ নই, আমরা বিদ্রোহী হয়ে ফিরবো, যদি প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়।’

কর্তব্যরত চিকিৎসক শিমুল দত্ত বলেন, ‘আমরা উনাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উনার স্বজনদের বলেছিলাম আজকের জন্য ভর্তি রাখতে কিন্তু উনারা উন্নত চিকিৎসার জন্য উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, ‘খবর পাওয়া মাত্র অপারেশন চালিয়েছি এবং আহত মুহিতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ফোর্স কাজ করছে।’