রংপুরে অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ উদ্ধার
রংপুরে অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

রংপুরের বদরগঞ্জে একটি আখ ক্ষেত থেকে মস্তক বিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তাফাপুর জলুবরগ্রামের একটি আখ ক্ষেতে ওই লাশটি উদ্ধার করে পুলিশ।

বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে জলুবর গ্রামের মমতাজের আক্ষেপ থেকেই লাশটি আমরা উদ্ধার করি। লাশের গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল। লাশের মাথা ছিল না। লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর আমরা ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তবে এখনো তার নাম পরিচয় জানা যায়নি। তা শনাক্তে কাজ চলছে।

পুলিশ কর্মকর্তার ধারণা, তাকে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করে গুম করার উদ্দেশ্যে এই আখ ক্ষেতে নিয়ে এসে ফেলে রাখা হয়েছে। ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।