চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে উল্টে ১৫ জন পর্যটক আহত হয়েছেন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫ |নয়া দিগন্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১৫ জন পর্যটক আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী পর্যটক একটি বাস গাড়ি বানিয়াছড়া এলাকার আসলে একটি টমটম গাড়িকে সাইট দিতে গিয়ে দ্রুতম গাড়িটি ছিটকে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ গাড়িটির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে উল্টে যায় বলে স্হানীয়রা জানান। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হলেও এ পর্যন্ত কেউ মারা যায়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। দুর্ঘটনা কবলিত গাড়ির নাম্বার ছিল ১৫-০৬৮৩।

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কক্সবাজারগামী পর্যটকবাহী একটি বাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ি থেকে ছিটকে পড়ে ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। তবে এখনো কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। দুর্ঘটনায় কবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।