নিষেধাজ্ঞায়ও বরগুনার উপকূলের নদীতে চলছে ইলিশ নিধন

ছোট ছোট ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে জেলেরা নদীতে জাল ফেলছেন। প্রতিটি ট্রলারে চার-পাঁচজন জেলে মিলে একসাথে মাছ শিকার করছেন।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
দিনদুপুরে প্রকাশ্যে চলছে ইলিশ মাছ নিধন
দিনদুপুরে প্রকাশ্যে চলছে ইলিশ মাছ নিধন |নয়া দিগন্ত

ইলিশ প্রজনন নিষেধাজ্ঞায়ও বরগুনার উপকূলের নদ-নদীতে ইলিশ ধরছেন জেলেরা। মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিনদুপুরে প্রকাশ্যে চলছে মাছ নিধন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষখালী নদীর বেতাগী উপজেলার কালিকাবাড়ী ও বামনা উপজেলার সফিপুর এলাকায় জেলেদের মাছ ধরতে দেখা যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ছোট ছোট ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে জেলেরা নদীতে জাল ফেলছেন। প্রতিটি ট্রলারে চার-পাঁচজন জেলে মিলে একসাথে মাছ শিকার করছেন। কেউ কেউ আগের ফেলা জাল ট্রলারে তুলে নিচ্ছেন। এ সময় নদীর ধারে মাছ ধরতে থাকা জেলেরা সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ট্রলার চালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিষয়টি জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের জানানো হলে তারা অভিযান পরিচালনা করেন।

এদিকে গভীর রাতেও তারা নদীতে জাল ফেলেন বলে জানিয়েছেন ওই এলাকার জেলে আলমাস আলী।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো: মহসীন হোসেন বলেন, ‘আমরা জেলেদের এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়েছি। এ সময় কিছু মাছ ধরার জালও উদ্ধার করা হয়েছে। মা ইলিশ রক্ষায় প্রতিদিনই নদী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ আমাদের সাথে সহযোগিতা করবেন।’

উল্লেখ্য, মা ইলিশ রক্ষা ও প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর থেকে ২২ দিনের এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশ পরিবহন, মজুত, বিক্রিসহ সব ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে।