ধামরাইয়ে ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

উপজেলার কালামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhaka
গাঁজাসহ গ্রেফতাররা
গাঁজাসহ গ্রেফতাররা |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার কালামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার মরহুম আবু মোল্লা ছেলে আক্কাস ওরফে শাকিল, বিজয়নগর থানার মরহুম আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল, কাশিনগর এলাকার মো: ফরিদ মিয়ার ছেলে মো: তারামিয়া, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার মরহুম জুরান শেখের ছেলে আরব আলী শেখ।

র‌্যাব ও পুলিশ জানায়, শনিবার রাতে কালামপুর এলাকার মা ফল ভাণ্ডার দোকানের সামনে চেক পোষ্টের অভিযান চলাকালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়িকে সিগন্যাল দিলে তারা সে সিগন্যাল অমান্য করে। পরে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল গাড়ি নিয়ে তাদের আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে গাড়িতে মাদকদ্রব্য গাঁজা আছে বলে স্বীকার করে। পরে পিকআপ গাড়ি থেকে সাড়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম জানান, কালামপুর এলাকা থেকে র‌্যাব পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক মাদককারবারিকে গ্রেফতার করে। সকালে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।