ভোট ডাকাত ও লুটেরাদের এবার জনগণ ভোট দেবে না : এটিএম মা’ছুম

বুধবার (২০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আল হেরা কমপ্লেক্সে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মাওলানা এটিএম মা’ছুম
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মাওলানা এটিএম মা’ছুম |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ‘জনগণ এবার কোনো ভোট ডাকাত ও লুটেরাদের ভোট দেবে না। কোনো চক্রান্ত, ষড়যন্ত্রের কাছে মাথানত করা যাবে না।’

বুধবার (২০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আল হেরা কমপ্লেক্সে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এটিএম মা’ছুম বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন আদায়ের জন্য প্রয়োজনে আন্দোলনে নামতে হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে জুলাই ঘোষণা ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।’

তিনি জামায়াত ঘোষিত সাত দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘বাকশালের বুলেটিনখ্যাত সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হলে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীতে সংস্কার আনতে হবে। একইসাথে স্বৈরাচারের আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিতে হবে। কাউকে প্রাধান্য দেয়া বা পাশ কাটানো হলে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম।

এসময় আরো বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী অধ্যাপক জোনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী আতাউর রহমান সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থী অধ্যাপক মো: নকিবুল হুদা ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম।

দায়িত্বশীল সম্মেলনে আসন কমিটির সদস্য, উপজেলা ও পৌরসভা কমিটির পুরুষ ও মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফায়জুল করিম মনোয়ার, কাজী সিরাজুল ইসলাম, রাজিফুল হাসান বাপ্পী, আবুল বাশার ভুইয়া, মো: রোকন উদ্দিন প্রমুখ।