আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, সাংবাদিকদের ওপর হামলা, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক সুস্পষ্ট অভিযোগে ‘টোল মিনার’ খ্যাত মো: মিনারুল ইসলাম সানাকে এনসিপি থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির পাইকগাছা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাফিজ বিন আমীন ও যুগ্ম সমন্বয়কারী জিএম মেজবাহ উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে আওয়ামী লীগ থেকে মিনারুল ইসলাম এনসিপিতে যোগদান করেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, উপজেলা নেতাদের সমন্বিত বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো দলীয় আদর্শ ও নীতির পরিপন্থী হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরো উল্লেখ থাকে যে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে এ ধরনের সিদ্ধান্তের বিকল্প নেই। দলের ভাবমূর্তি নষ্ট করে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার কিংবা সাংবাদিকদের ওপর হামলার মতো কর্মকাণ্ড কোনোভাবেই এনসিপি বরদাশত করে না। দলের নীতি-আদর্শে যারা অনুগত নয়, তাদের জন্য এনসিপিতে কোনো জায়গা নেই।
উল্লেখ্য, মো: মিনারুল ইসলাম সানার বেকারি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সোমবার সকালে স্থানীয় সাংবাদিক শাহাজামান বাদশার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করেন তিনি।



