মানিকগঞ্জে সিংগাইরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য রক্ষায় মানিকগঞ্জ–২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে অবশ্যই সাংগঠনিক নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। দায়িত্বশীল নেতৃবৃন্দকে অবজ্ঞা করলে তা কঠোরভাবে প্রতিহত করাসহ সাত দিনের আলটিমেটামও দেন বক্তারা।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম তালুকদার স্বাধীন, প্রচার সম্পাদক আউয়াল শরীফ খোকন, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আশরাফুল আলম খান শ্যামল, বিপ্লব হোসেন দেওয়ান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক রিপন উদ্দিন, রাসেল শাহ্, ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দলীয় মনোনয়ন যেই পান না কেনো, তাকে তৃণমূলের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ধানের শীষের পক্ষে সব নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে। সকলের অংশগ্রহণে ঐক্যবদ্ধ আন্দোলনই হবে আমাদের মূল লক্ষ্য।
র্যালি ও সমাবেশে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের চার সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে র্যালিতে অংশ নেন।



