সৈয়দ মোহাম্মদ ফয়সল

জনগণের সর্বোচ্চ ভোটে হবিগঞ্জ-৪ বিএনপিকে উপহার দিতে চাই

‘আমি জনগণের সর্বোচ্চ ভোটে এই আসনটি বিএনপিকে উপহার দিতে চাই। এই আসন আমার রাজনৈতিক জীবনের নয়, এটি জনগণের আশা ও অধিকার পুনরুদ্ধারের লড়াই।’

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

Location :

Chunarughat
সৈয়দ মোহাম্মদ ফয়সল
সৈয়দ মোহাম্মদ ফয়সল |নয়া দিগন্ত

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, ‘আমি জনগণের সর্বোচ্চ ভোটে এই আসনটি বিএনপিকে উপহার দিতে চাই। এই আসন আমার রাজনৈতিক জীবনের নয়, এটি জনগণের আশা ও অধিকার পুনরুদ্ধারের লড়াই।’

তিনি সোমবার বিকাল সন্ধা ৬টার দিকে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মিছির আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মো: শাহজাহান।

সৈয়দ ফয়সল বলেন, ‘এই নির্বাচনে লড়াই হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। আমি হবিগঞ্জ-৪ আসনের জনগণের সন্তান। তাই এই মাটির উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনা আমার দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক, ছাত্র, নারী—সবার জীবনমান উন্নয়নে কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘বিজয়ী হলে হবিগঞ্জ-৪ আসনকে উন্নয়নের রোল মডেল বানাবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে বিশেষ প্রকল্প নেওয়া হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।’

বুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি সৈয়দ মো: শাহজাহান বলেন, ‘সৈয়দ ফয়সল হচ্ছেন ত্যাগী নেতা। আন্দোলন-সংগ্রামে তিনি সব সময় সামনে ছিলেন। জনগণ তার ওপর আস্থা রাখে, কারণ তিনি কথার নয়, কাজের মানুষ।’

সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সহ-সভাপতি হাজী অলি উল্লাহ ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, যুবদল আহ্বায়ক এনায়েত উল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী।

বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। সৈয়দ ফয়সলের নেতৃত্বে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ। জনগণ বিএনপির প্রতীকে ভোট দিতে প্রস্তুত।

সভাস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বুল্লা বাজার উৎসবমুখর হয়ে ওঠে। সভার শেষে সৈয়দ ফয়সল বলেন, ‘ভোটের দিন সাহস নিয়ে কেন্দ্রে যান, নিজের ভোট দিন। এই আসনের জনগণ গণতন্ত্রের বিজয় ঘটাবে— ইনশাআল্লাহ।’