ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানায়, সরাইবাড়ি গ্রামে তালুকদার গ্রুপ ও খাঁন গ্রুপের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তালুকদার গ্রুপের রুবেল শেখের সাথে একই গ্রামের খাঁন গ্রুপের মিন্টু খাঁ ও শহিদ খাঁর বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত রোববার বিকেলে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে রুবেল শেখের ভাই সুমন শেখ ও শহিদ খাঁর মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টু খাঁ ও শহিদ খাঁর বাড়িতে দুই দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এরপর মঙ্গলবার সকালে উভয়গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে লিপ্ত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে তুজারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়ালীউর রহমান বলেন, ‘সকালে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশকে খবর দেই। পরে কয়েকজন ইউপি সদস্য ও পুলিশের সহযোগিতায় সংঘর্ষ থামাতে পারি। বর্তমানে সংঘর্ষ বন্ধ রয়েছে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



