সোনাগাজীতে হত্যা মামলার আসামির অপসারণ দাবিতে মানববন্ধন

ফ্যাসিস্ট আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি স্কুলে নৈরাজ্য চালিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার সময় এবং পালিয়ে যাওয়ার পরেও কাদের ইশারায় একজন হত্যা মামলার আসামি স্কুলে অফিস করতে আসে, এটি অত্যন্ত উদ্বেগজনক।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
সোনাগাজীতে হত্যা মামলার আসামির অপসারণ দাবিতে মানববন্ধন
সোনাগাজীতে হত্যা মামলার আসামির অপসারণ দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিষ্ণপুর স্কুলের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে ছাত্রহত্যা মামলার অভিযোগ তুলে মানববন্ধন করেছে জুলাই যোদ্ধা ও স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের সামনে স্থানীয় এলাকাবাসী ও আহত জুলাই যোদ্ধাদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হোসেন মোহাম্মদ আলমগীর একজন দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর।

তারা বলেন, ফ্যাসিস্ট আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি স্কুলে নৈরাজ্য চালিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার সময় এবং পালিয়ে যাওয়ার পরেও কাদের ইশারায় একজন হত্যা মামলার আসামি স্কুলে অফিস করতে আসে, এটি অত্যন্ত উদ্বেগজনক। কোমলমতি শিক্ষার্থীরা এমন একজন ব্যক্তির কাছ থেকে কী শিখবে, তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।

বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার প্রতি আহ্বান জানান, দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণ না করলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য নুর ইসলাম, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, শহিদুল আলম, চর মজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবুল বাসার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, উপজেলা সমবায় দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য নুর আলম, যুবদল নেতা তারেক, ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ মিয়াজি, সিনিয়র যুগ্ম সম্পাদক খলিল উল্ল্যা মামুনসহ বিভিন্ন স্তরের স্থানীয় জনগণ।

অভিযুক্ত প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীরের বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।