পিরোজপুরে নানা আয়োজনে ট্রাফিক সপ্তাহ উদযাপন

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ, বাস চালকদের মাঝে লিফলেট বিতরণ ও সড়ক নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেয়া হয়।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি |নয়া দিগন্ত

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে র‍্যালিটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সিও অফিস মোড়ে এসে শেষ হয়।

এতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

সভায় পুলিশ সুপার বলেন, ‘২০১৮ সালে সড়ক পরিবহন আইন প্রণয়ন ও বাস্তবায়নের পর থেকে দেশে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে এখনো সড়কে শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রতিটি চালক ও পথচারীকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে এবং তা মেনে চলতে হবে। শুধু আইনের ভয় নয়, নিজের ও অন্যের জীবনের নিরাপত্তার জন্যই আমাদের সচেতন হতে হবে।’

তিনি আরো বলেন, ‘মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। যানবাহনের কাগজপত্র হালনাগাদ রাখা এবং ট্রাফিক নিয়ম অমান্য না করাই সড়ক নিরাপত্তার মূল চাবিকাঠি। আমরা যদি সবাই দায়িত্বশীল হই তবেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।’

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, বিআরটিএ’র সহকারী পরিচালক মো: মোবারক হোসেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ আলিফ আহমেদ রাজিব, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো: মনিরুজ্জামানসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তা-সদস্য, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

এদিকে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ, বাস চালকদের মাঝে লিফলেট বিতরণ ও সড়ক নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেয়া হয়।