পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৬ জেলে আটক

আটক জেলেরা হলেন বেল্লালখান ((৩০), মিরাজ (২৯), হৃদয় হাং (২২), আলামিন হাং (৩০), খায়রুল ইসলাম (২৪), ঈসা মিয়া (১৯)। তাদের বাড়ি পাথরঘাটার পদ্মা গ্রামে।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Sarankhola
আটক ছয়জন জেলে
আটক ছয়জন জেলে |নয়া দিগন্ত

পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ীয়া খাল এলাকায় অবৈধভাবে মাছ ধরায় বনরক্ষীরা একটি ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে মাছ ও আনুষঙ্গিক মালামালসহ আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলেপল্লী দুবলা ফরেস্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার দিবাগত রাত ১১টার দিকে সুন্দরবনের নারিকেলবাড়ীয়া এলাকায় নিয়মিত টহলকালে একটি ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখে তাদের দিকে এগিয়ে যায়। বনরক্ষীদের দেখে জেলেরা পালাতে থাকে। এ সময় বনরক্ষীরা তাদের ধাওয়া দিয়ে ট্রলারসহ ছয় জেলেকে ধরে ফেলে।

আটক জেলেরা হলেন বেল্লালখান ((৩০), মিরাজ (২৯), হৃদয় হাং (২২), আলামিন হাং (৩০), খায়রুল ইসলাম (২৪), ঈসা মিয়া (১৯)। তাদের বাড়ি পাথরঘাটার পদ্মা গ্রামে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, আটক জেলেদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।