নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী ঘটনাস্থলেই নিহত এবং চালক স্বামী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সৈয়দপুর বাইপাস সড়কের ওয়াবদা মোড় সংলগ্ন খাদিজা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নারী আনোয়ারা খাতুন (২৫)। তার স্বামী সিরাজুল ইসলাম। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বালাপাড়া নাউয়াপাড়ায়। তারা উভয়েই নীলফামারীর উত্তরা ইপিজেডের দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেডের কর্মচারী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা যায়, তারা প্রতিদিনের মতো ডিউটি শেষে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে এসে সামনের একটি ট্রলিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় স্ত্রী আনোয়ারা খাতুন মোটরসাইকেলের পিছন থেকে পড়ে যান। এমন সময় একটি চলন্ত ট্রাক তাকে পিষ্ট করে এবং মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই নারীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন স্বামী। এতে তিনি মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পান। আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরেই সৈয়দপুর ফায়ার সার্ভিস, সৈয়দপুর থানা পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে অনেক যানবাহন আটকা পড়ে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



